
মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের কাছে আটক অবৈধ অভিবাসী। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে অভিযানে বাংলাদেশিসহ মোট ৬৩ কাগজপত্রবিহীন অভিবাসী ও তিনজন স্থানীয় নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন।
স্থানীয় সময় মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে কুয়ালালামপুরে ৫ স্থানে অভিযান চালিয়ে ৬২ জনকে তল্লাশি করে ৩৩ জনকে আটক করে। আটকৃতদের মধ্যে
২৭ বাংলাদেশি পুরুষ, দুই জন ভারতীয় পুরুষ, একজন ইন্দোনেশিয়া নারী ও তিনজন স্থানীয় নাগরিক। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।
২৭ বাংলাদেশি পুরুষ, দুই জন ভারতীয় পুরুষ, একজন ইন্দোনেশিয়া নারী ও তিনজন স্থানীয় নাগরিক। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।
অন্যদিকে ইমিগ্রেশন বিভাগের কেলান্টান রাজ্যে অভিযান চালিয়ে আরও ৩৩ কাগজপত্রবিহীন অভিবাসী কর্মীদের আটক করেছে। যাদের মধ্যে ২০ জন বাংলাদেশি পুরুষ, পাঁচজন ইন্দোনেশিয়ান পুরুষ, থাই পুরুষ দুজন, মিয়ানমারের নাগরিক দুজন, একজন চীনা, নেপালের দুজন ও একজন ইন্দোনেশিয়া নারী ছিল।
মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন অনুযায়ী, ১৯৫৯/৬৩ এর ধারা ৫৬(১)(ডি) এর অধীনে অবৈধভাবে অভিবাসী কর্মীদের আশ্রয় দেওয়ার জন্য ঘটনা তদন্ত করা হচ্ছে। আটক সবাইকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এবং ১৫ (১)-এর অধীনে তদন্ত করা হচ্ছে এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩-এর প্রবিধান ৩৯ ‘খ’-এর তদন্ত করা হচ্ছে।