সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৮:৫৫

নিহত আকতার হোসেন
সৌদি আরবে প্রাণ ঝরলো প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর। সড়ক দুর্ঘনায় আকতার হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ২.৩০ মিনিটের দিকে সৌদি আবহা শহরের মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবক চট্টগ্রামের লোহাগড়া উপজেলার মেহের আলী মন্সিগঞ্জ এলাকার শফির ছেলে।
গ্রামের বাড়ি থেকে পাওয়া তথ্য মতে, নিহত আকতার সৌদিতে কসমেটিক্স’র ব্যবসা করতেন। আরও জনা যায় নিহত যুবক এর আগে দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় ছিলেন। চার বছর আছে সৌদি যান ব্যবসা করতে।
নিহতের পরিবারে চলছে শোকের মাতম। তার লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।