Logo
×

Follow Us

প্রবাস খবর

শেখ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৭:২২

শেখ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়!

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রদান করা সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিলের বিষয়টি পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ)। ১৯৯৯ সালে তাকে আইন বিষয়ে এই ডিগ্রি প্রদান করা হয়েছিল। তবে সম্প্রতি তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, বিশেষ করে গণহত্যা ও জোরপূর্বক গুমের অভিযোগ ওঠার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

অস্ট্রেলীয় সংবাদমাধ্যম ক্যানবেরা টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সম্মাননা প্রদান কমিটি ইতোমধ্যেই বিষয়টি খতিয়ে দেখতে কাজ শুরু করেছে। যদিও এখন পর্যন্ত ডিগ্রি বাতিলের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে পুরো প্রক্রিয়াটি পুনরায় পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই খবরটি এমন এক সময়ে সামনে এসেছে, যখন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর আগে, ২০২৪ সালের অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা দেয়।

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম এবং হত্যার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। আওয়ামী লীগের আয়োজিত এক ফেসবুক লাইভে তিনি এসব অভিযোগকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেন।

২০২৪ সালে দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলনের মুখে তিনি ক্ষমতা হারিয়ে প্রতিবেশী ভারত চলে যান এবং সেখান থেকেই রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন বলে জানা গেছে।

বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকারের বিষয়ে বাড়তে থাকা চাপ এবং শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো এএনইউ-এর সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

Logo