Logo
×

Follow Us

প্রবাস খবর

রাতারাতি লাখপতি হয়ে গেলেন দুই বাংলাদেশি প্রবাসী

আরব আমিরাত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৯:০৮

রাতারাতি লাখপতি হয়ে গেলেন দুই বাংলাদেশি প্রবাসী

বিগ টিকিট লটারি শো

আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত জনপ্রিয় বিগ টিকিট লটারিতে এবার ভাগ্য খুলে গেছে দুই বাংলাদেশি প্রবাসীর। সাম্প্রতিক সাপ্তাহিক ড্রয়ে তারা প্রত্যেকে জিতেছেন ১ লাখ ৫০ হাজার দিরহাম করে—বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৯ লাখ ৫৮ হাজার টাকা।

বিজয়ীদের একজন, আবু মনসুর আলী আহমেদ, দীর্ঘদিন ধরে দুবাইয়ে বসবাস করছেন। ৫২ বছর বয়সী এই প্রবাসী ১৯৯২ সালে প্রথমবারের মতো আমিরাতে পাড়ি জমান এবং বর্তমানে একটি গাড়ির ওয়ার্কশপ পরিচালনা করছেন। যেদিন তিনি প্রথম দুবাই পা রাখেন, সেদিনই শুরু হয়েছিল বিগ টিকিট লটারির পথচলা—তাঁর মতে, এটি যেন তাঁর জীবনের সঙ্গে কোনো অদৃশ্য বন্ধনে জড়িয়ে আছে।

অন্যদিকে, দ্বিতীয় বিজয়ী রহমত উল্লাহ কাতারপ্রবাসী এক তরুণ। বয়স মাত্র ৩০। তিনি সেখানে একটি প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে কর্মরত। মাত্র ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানার পর পাঁচ বন্ধুর সঙ্গে মিলে টিকিট কেনা শুরু করেন। অল্প সময়েই ভাগ্য যেন হাত বাড়িয়ে দিয়েছে তার দিকে।

বিগ টিকিট লটারির সাপ্তাহিক ড্র অনুষ্ঠিত হয় প্রতি বৃহস্পতিবার, যেখানে পাঁচজন সৌভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এ উদ্যোগটি মধ্যপ্রাচ্যে প্রবাসীদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে যারা বড় কোনো স্বপ্ন পূরণের আশায় ভাগ্য পরীক্ষা করে থাকেন।

দুই প্রবাসীই তাদের এই অর্জনকে ঈশ্বরের কৃপা ও দীর্ঘ সময়ের কঠোর পরিশ্রমের প্রতিদান বলে উল্লেখ করেছেন। প্রবাসজীবনের কঠিন বাস্তবতার মধ্যে এমন একটি জয় যেন তাদের জীবনে এক নতুন আশার আলো।


Logo