বাহরাইনে প্রবাসীদের জন্য নিয়মিত গণশুনানির উদ্যোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ২০:০২

বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সমস্যার কথা সরাসরি শোনা এবং সেসব সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। এখন থেকে প্রতি মাসের শেষ শুক্রবার নিয়মিত গণশুনানির আয়োজন করবে দূতাবাস।
এ তথ্য জানিয়ে ২১ এপ্রিল, সোমবার দূতাবাস এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, প্রবাসীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা, দূতাবাসের সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে এই গণশুনানি চালু করা হচ্ছে। পাশাপাশি এতে পাসপোর্ট ও কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির আশা করা হচ্ছে।
এই গণশুনানিগুলোতে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার সরাসরি উপস্থিত থাকবেন এবং আগত প্রবাসীদের সমস্যা শুনবেন ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।
এপ্রিল মাসের প্রথম গণশুনানি অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল, বৃহস্পতিবার (মাসের শেষ কর্মদিবস হিসেবে নির্ধারিত), বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ দূতাবাসের হলরুমে। সকল আগ্রহী প্রবাসী এতে অংশ নিতে পারবেন এবং কোনো ধরনের পূর্বনিবন্ধন ছাড়াই সেখানে আসতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ প্রবাসীদের সঙ্গে দূতাবাসের সম্পর্ক আরও দৃঢ় করবে এবং প্রবাসী সেবায় ইতিবাচক পরিবর্তন আনবে।