Logo
×

Follow Us

প্রবাস খবর

জার্মানিতে অভিবাসীদের উপর হামলা বেড়েই চলেছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৯:৩২

জার্মানিতে অভিবাসীদের উপর হামলা বেড়েই চলেছে

জার্মানির রাজধানী বার্লিনে অভিবাসী, আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের উপর এবং তাদের বাসস্থানে হামলার ঘটনা বেড়েছে। দেশটির সরকারের ২০২৪ সালের পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।

এমন পরিস্থিতি শুধুমাত্র বার্লিনেই সীমাবদ্ধ নয়, বরং গোটা জার্মানিতেই অভিবাসীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা বাড়ছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বার্লিনে আশ্রয়প্রার্থীদের আবাসস্থলে মোট ৮টি হামলার ঘটনা ঘটেছে। একই বছরে আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের উপর হামলার সংখ্যা ছিল ৭৭টি।

অথচ ২০২৩ সালে তাদের বাসস্থানে কোনো হামলার তথ্য পাওয়া যায়নি, এবং ওই বছর তাদের উপর মোট হামলার সংখ্যা ছিল ৩২টি। তুলনামূলকভাবে দেখা যাচ্ছে, বার্লিনে এই ধরনের হামলার সংখ্যা স্পষ্টভাবেই বেড়েছে। বার্লিনের সংবাদমাধ্যম টাস এই তথ্য জানায়৷ 

এদিকে গোটা জার্মানিতে এমন হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ জানিয়েছে, জার্মান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২৪ সালে অভিবাসী, আশ্রয়প্রার্থী এবং শরণার্থীদের বাসাবাড়িতে মোট ২১৮টি হামলার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, এগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ১৬৭টি।

তবে ফেডারেল স্ট্যাটিস্টিকস বিভাগের পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে মোট এক হাজার ৯০৫টি এমন হামলার ঘটনা ঘটেছে৷ ২০২৩ সালে এই সংখ্যা ছিল দুই হাজার ৪৮৮টি।  

জার্মানির সবুজ দলের সাংসদ আরিও ইব্রাহিমপোর মির্জাই এবং জিনা ওমরের আবদেনর প্রেক্ষিতে বার্লিন প্রশান রাজধানীর এই তথ্য জানায়৷ এরপর এটি সংবাদমাধ্যমে তা প্রকশিত হয়৷

সংবাদমাধ্যমটিকে সাংসত মির্জাই বলেন, ২০২৩ সালের তুলনায় বার্লিনে হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে৷ সাংসদ ওমারের মতে, হামলার এই সংখ্যা আশঙ্কাজনক৷ 

ওমার আরও বলেন, ‘‘আমরা অভিবাসী, আশ্রয়প্রার্থী, এবং শরণার্থীদের সুরক্ষার জন্য সরকারের কাছে একটি পরিস্কার কৌশল প্রনয়ণের দাবি জানাই৷’’

Logo