Logo
×

Follow Us

প্রবাস খবর

নিজে নিজেই কানাডার ভিজিট ভিসা আবেদন করার সহজ নিয়ম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৬:৫৪

নিজে নিজেই কানাডার ভিজিট ভিসা আবেদন করার সহজ নিয়ম

নিজে নিজে কানাডার ভিসা আবেদন করার প্রক্রিয়া কিছুটা জটিল মনে হতে পারে, তবে ধাপে ধাপে করলে সহজেই করতে পারবেন। নিচে Visitor Visa (Temporary Resident Visa) বা ভ্রমণ ভিসার জন্য আবেদন করার ধাপগুলো সহজভাবে ব্যাখ্যা করা হলো। অন্যান্য ধরনের ভিসার জন্য (যেমন স্টুডেন্ট, ওয়ার্ক পারমিট) প্রক্রিয়াটি কিছুটা ভিন্ন হতে পারে।

প্রথমেই যাচাই করুন আপনি কানাডার ভিসার জন্য উপযুক্ত কিনা

আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকতে হবে। কানাডা থেকে ফেরত আসার যথেষ্ট কারণ থাকতে হবে। ভিসার ধরন অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট থাকতে হবে।

*কানাডা সরকারি ওয়েবসাইটে eligibility checker

প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করুন

ভিজিট ভিসার জন্য সাধারণ ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হবে- আপনার বৈধ পাসপোর্ট। ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (ভিসার নির্দিষ্ট ফরম্যাটে), আবেদন ফর্ম (IMM5257)। আপনি যে কানাডা থেকে ফিরে আসবেন তার প্রমাণ। ব্যাংক স্টেটমেন্ট (সাধারণত ৬ মাসের)। ভ্রমণের পরিকল্পনা (যদি থাকে, যেমন হোটেল বুকিং, টিকিট ইত্যাদি)। স্পন্সর লেটার (যদি কেউ ইনভাইট করে থাকে)। কভার লেটার। জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য সাপোর্টিং ডকুমেন্ট

অনলাইনে অ্যাকাউন্ট তৈরি করুন

IRCC(Immigration, Refugees and Citizenship Canada) এর ওয়েবসাইটে যান- সেখানে "Sign in or create an account" এ ক্লিক করে GCKey বা Sign-In Partner এর মাধ্যমে অ্যাকাউন্ট খুলুন।

অনলাইনে আবেদন ফর্ম পূরণ করুন

ফর্মগুলো পূরণ করে আপলোড করুন (IMM5257 সহ অন্যান্য প্রাসঙ্গিক ফর্ম)ভ স্ক্যান করে আপনার ডকুমেন্ট আপলোড করুন (পিডিএফ আকারে)

ফি প্রদান করুন

ভিজিট ভিসার জন্য আবেদন ফি: ১০০ কানাডিয়ান ডলার। বায়োমেট্রিক ফি (যদি প্রযোজ্য হয়): ৮৫ কানাডিয়ান ডলার। আপনি চাইলে অনলাইনে কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে।

বায়োমেট্রিকস প্রদান

পেমেন্ট করার পর IRCC আপনাকে বায়োমেট্রিক দেওয়ার জন্য চিঠি পাঠাবে। বাংলাদেশে VFS Global কানাডার জন্য বায়োমেট্রিক সংগ্রহ করে।

VFS Global – Canada Visa Application Center in Bangladesh

আবেদন প্রসেসিং ও সিদ্ধান্ত

আবেদন জমা দেওয়ার পর প্রায় ৩–৮ সপ্তাহ সময় লাগে (সময় পরিবর্তনশীল)। ভিসা এপ্রুভ হলে পাসপোর্ট সাবমিট করতে বলা হবে।

পাসপোর্ট জমা ও ভিসা সংগ্রহ

VFS অফিসে পাসপোর্ট জমা দিন (অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতে পারে)। ভিসা স্ট্যাম্প হয়ে গেলে পাসপোর্ট সংগ্রহ করুন।

রিজেকশন

যদি কোন কারণে ভিসা রিজেক্ট হয়, তাহলে GCKey একাউন্টে রিজেকশন লেটার আসবে। বায়োমেট্রিক দিলে তা ১০ বছর মেয়াদে রিজার্ভ থাকে। পুনরায় আবেদন করার সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না, শুধু ১০০ কানাডিয়ান ডলার ভিসা ফি দিয়ে আবেদন করতে পারবেন।

Logo