Logo
×

Follow Us

প্রবাস খবর

ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগ পাচ্ছে ৪১ দেশের নাগরিকরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৯:৫৩

ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগ পাচ্ছে ৪১ দেশের নাগরিকরা

বিশ্বের ৪১টি দেশের নাগরিকরা এখন নির্দিষ্ট কিছু শর্ত মেনে যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ পাচ্ছেন। যুক্তরাষ্ট্রের ‘ভিসা মওকুফ কর্মসূচি’ বা Visa Waiver Program (VWP)-এর আওতায় এ সুবিধা প্রদান করা হচ্ছে। তবে এই সুবিধা মূলত পর্যটন, ব্যবসা অথবা ট্রানজিটের উদ্দেশ্যে সর্বোচ্চ ৯০ দিনের জন্য প্রযোজ্য। সফরের আগে অবশ্যই তাদের Electronic System for Travel Authorization (ESTA) এর মাধ্যমে অনলাইন অনুমোদন নিতে হয়।

ভিসামুক্ত প্রবেশের জন্য যেসব শর্ত মানতে হয়:

বৈধ ইলেকট্রনিক পাসপোর্ট থাকতে হবে। সফরের আগে ESTA অনুমোদন নিতে হবে। সফরের উদ্দেশ্য হতে হবে পর্যটন, ব্যবসা বা ট্রানজিট।

আগত ব্যক্তি যদি অতীতে যুক্তরাষ্ট্রের অভিবাসন নিয়ম ভঙ্গ করে থাকেন বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন, তাহলে তিনি এই সুবিধা থেকে বঞ্চিত হবেন।

ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাওয়া দেশগুলোর তালিকা:

যুক্তরাজ্য, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালি, স্পেন, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, তাইওয়ান, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম, পর্তুগাল, মাল্টা, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, লিথুয়ানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, গ্রিস, এস্তোনিয়া, ক্রোয়েশিয়া, চিলি, ব্রুনেইসহ মোট ৪১টি দেশ এই সুবিধার আওতায় রয়েছে।

বাংলাদেশের অবস্থান কোথায়?

দুঃখজনকভাবে বাংলাদেশ এখনো VWP-এর অন্তর্ভুক্ত নয়। ফলে বাংলাদেশের পাসপোর্টধারীদের যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য এখনও নিয়মিত ভিসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এতে সময়সাপেক্ষ আবেদন প্রক্রিয়া, সাক্ষাৎকার এবং বিভিন্ন প্রমাণপত্র জমা দেওয়ার মতো ধাপ পেরোতে হয়।

বাংলাদেশ কেন তালিকায় নেই?

ভিসা মওকুফ সুবিধার জন্য দেশগুলোর অভ্যন্তরীণ নিরাপত্তা, পাসপোর্টের মান, অবৈধ অভিবাসন প্রবণতা এবং তথ্য বিনিময় ব্যবস্থার ওপর যুক্তরাষ্ট্র মূল্যায়ন করে। বাংলাদেশের ক্ষেত্রে নকল পাসপোর্ট ইস্যু, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান এবং নিরাপত্তা শঙ্কা দীর্ঘদিন ধরেই বড় বাধা হয়ে রয়েছে। এছাড়া বায়োমেট্রিক তথ্য ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতায়ও আরও অগ্রগতি প্রয়োজন।

ভবিষ্যতের সম্ভাবনা কেমন?

বাংলাদেশ যদি পাসপোর্ট নিরাপত্তা উন্নয়ন, ইমিগ্রেশন ব্যবস্থার আধুনিকায়ন, অপরাধ প্রতিরোধে বৈশ্বিক সহযোগিতা এবং অবৈধ অভিবাসন রোধে দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারে, তাহলে ভবিষ্যতে VWP-এর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এটি সময়সাপেক্ষ এবং গভীর কূটনৈতিক ও প্রশাসনিক প্রচেষ্টার ফলেই সম্ভব হবে।

Logo