Logo
×

Follow Us

প্রবাস খবর

হঠাৎ করেই সৌদি থেকে এক রাতে ফিরল শতাধিক প্রবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৭:১৪

হঠাৎ করেই সৌদি থেকে এক রাতে ফিরল শতাধিক প্রবাসী

উন্নত জীবনের আশায় সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন, কিন্তু বাস্তবতা হয়েছে নির্মম। সোমবার দিবাগত রাতেই একসঙ্গে দেশে ফিরেছেন শতাধিক বাংলাদেশি প্রবাসী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্কের প্রধান শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, “আউট পাস নিয়ে বিদেশ থেকে কর্মীরা দেশে ফেরেন, এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। তবে এই ফিরতি যাত্রায় কাউকে আনুষ্ঠানিক অভিযোগ করতে দেখা যায়নি।”

তবে ফেরত আসা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আকামা (বাসস্থানের বৈধ অনুমতিপত্র) নবায়ন না হওয়া এবং নিয়োগকর্তার পক্ষ থেকে ‘হুরুব’ (পালিয়ে যাওয়ার অভিযোগ) দেওয়ার ফলে তারা অবৈধ অভিবাসী হিসেবে বিবেচিত হন। হজ মৌসুম ঘনিয়ে আসায় সৌদি আরব সরকার তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, যার অংশ হিসেবে এসব অভিবাসীদের অনেকেই গ্রেপ্তার হন এবং জেল খাটার পর দেশে ফেরত পাঠানো হয়।

প্রবাসী শান্ত, যিনি সাত মাস আগে সৌদি আরবে গিয়েছিলেন, জানালেন এক হৃদয়বিদারক অভিজ্ঞতার কথা। তিনি বলেন, “পাঁচ লাখ টাকা দিয়ে দালালের মাধ্যমে গিয়েছিলাম। কথা ছিল ভালো চাকরি পাবো। কিন্তু বাস্তবে সেই চাকরি তো দূরের কথা, কাজ পেলাম অন্যত্র, আর সেখানেও নিয়মিত বেতন মেলেনি। বাধ্য হয়ে স্থান বদলাতে গিয়ে গ্রেপ্তার হই।”

নিরাশ শান্ত আরও বলেন, “আমার পরিবার আজ সর্বস্বান্ত। আমি শূন্য হাতে ফিরেছি। দালালরা আমাদের জীবনটা নষ্ট করে দিয়েছে। সরকারের উচিত এসব প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।”

এই ঘটনাটি শুধু শতাধিক প্রবাসীর ফিরে আসার গল্প নয়, এটি অবৈধ চ্যানেলে অভিবাসনের ফাঁদে পা দেওয়া হাজারো তরুণের করুণ বাস্তবতার প্রতিচ্ছবি।

Logo