চারদিকে শুধু বালুর ঢিবি। নেই কোনো সবুজের চিহৃ, মানুষের সান্নিধ্য। দিনের তপ্ত রোদে শরীর ঝলসে যায়, আর রাত নামলেই নিস্তব্ধতায় বুক ভরে ওঠে নিঃসঙ্গতায়। কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে শুধু শূন্যতা। যেখানে মানুষের কণ্ঠস্বর নয়, শোনা যায় কেবল বাতাসের হাহাকার আর অবুঝ প্রাণীদের আর্তনাদ। এমন নির্জন ও নির্মম পরিবেশের মধ্যেই দীর্ঘ দুই দশক ধরে জীবন কাটাচ্ছেন এক বাংলাদেশি প্রবাসী, মাহবুব মাতব্বর। পরিবারের মুখে হাসি ফোটানোর তাগিদে মরুভূমির এই কঠিন বাস্তবতার সঙ্গে একাই লড়ে যাচ্ছেন তিনি। ২০ বছর ধরে নির্জন মরুভূমিতে একাকী বসবাস |

